সারাদেশ

সাবেক কাউন্সিলর ইকবালের শাশুড়ির মৃত্যু, গিয়াসউদ্দিনের শোক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেনের শাশুড়ি মাকসুদা বেগম (৭১)মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শনিবার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবাণী জানান।

মৃত্যুকালে মাকসুদা বেগমের বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্বামী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞপ্তিতে মাকসুদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান গিয়াসউদ্দিন।

Leave a Reply

Back to top button