সারাদেশ
সাংবাদিক টিটুর মায়ের ইন্তেকাল

দৈনিক রুদ্রবার্তার চীফ ফটো সাংবাদিক আলী হোসেন টিটুর মা জহুরা বেগম (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চীফ ফটো সাংবাদিকের এ মা রোববার (৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুমা জহুরা বেগম সাত ছেলে ও এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
ফটো সাংবাদিক আলী হোসেন টিটুর মা জহুরা বেগমকে রোববার বাদ আছর কাশীপুর কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে কাশীপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।