সারাদেশ

সমাবেশে ষড়যন্ত্রের সুযোগ নেই : সোহাগ রনি

সোনারগাঁ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শাহ মো. সোহাগ রনি বলেছেন, ‘সোনারগাঁ ঢাকা-সিলেট ও ঢাকা চট্রগ্রাম মহাসড়কের একটি মুখ। এ জায়গা থেকে বিএনপিকে হটানোর জন্য আমরা গূরুর্ত্বপূর্ন ভূমিকা পালন করেছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি কাঁচপুরের জায়গাটি বেছে নিয়েছে। আশা করি সমাবেশে আমাদের লক্ষাধিক লোক হবে। এবং সমাবেশটি বিভাগীয় সমাবেশে রুপ নিবে।’

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে আগামী ১৩ অক্টোবর কাঁচপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ উপলক্ষে ‘সময় সকালের’ প্রতিবেদককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

‘সমাবেশ নিয়ে ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কা রয়েছে বলে আপনি মনে করেন’ এমন প্রশ্নের জবাবে সোহাগ রনি বলেন, ‘আমরা সোনারগাঁ আওয়ামী লীগ এখন এক আছি। ফেসবুকের ফেক আইডি থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য এগুলো আমরা গনায় ধরি না। আমাদের মধ্যে ঝগড়া হওয়ার সুযোগ নাই। আমরা সোনারগাঁ আওয়ামী লীগ এখন আগের থেকে শক্তিশালী। আমাদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে মেধাবী শিক্ষিত ও জনপ্রতিনিধিরা রয়েছে। আমরা সর্তক থাকবো। কোনো ষড়যন্ত্র হওয়ার সুযোগ নেই।’

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাদের আজকে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের উন্নয়ন দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা বাইরের দেশের দালাল বললেই চলে। তারা যতো বড় বড় বক্তব্য দেয় আমি মনে করি তাদের এখন অবস্থান নেই। জনগন আপনাদের কথায় আর নামবে না। আর কোনো মায়ের বুক খালি করবে না।’

Back to top button