সারাদেশ

সন্ধ্যার পর পাহারায় থাকবেন: নেতাকর্মীদের মান্নান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গা পূজা উদযাপনে সোনারগাঁ বিএনপির মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে মান্নান বলেন, তারেক রহমানের নির্দেশে আজকে আপনাদের নিয়ে বসেছি। বেঁচে থাকলে প্রত্যেকটা পূজামন্ডপে আপনাদের সাথে দেখা হবে। আজকে মুসলমানদের সাথে হিন্দু সম্প্রদায়ের সেতুবন্ধন তৈরি করে দিলাম। 

মান্নান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গতবার দূর্গাপূজায় আপনারা যেভাবে হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন এবারও থাকবেন। প্রত্যেক ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক, থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশেষ করে সন্ধ্যার পর পাহারায় থাকবেন। যাতে দলের হাই কমান্ডের কাছে আমাদের জবাবদিহি না করতে হয়। 

সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সগ-সভাপতি রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খাঁন, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমিত রায়সহ প্রমুখ।

আলোচনা শেষে ৩৫টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন সোনারগাঁ থানা বিএনপির নেতাকর্মীরা। 

Back to top button