সারাদেশ
সদরের নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা এমপি প্রার্থী রনির

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে সদ্য যোগদানকৃত ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া উপহার দেন মশিউর রহমান রনি। এসময় তার সাথে গনমান্য ব্যক্তিবর্গ ও যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে রনি নবাগত ইউএনও’র সাথে ফতুল্লাবাসীর জনদূর্ভোগ সমাধানের জন্য পরামর্শ মূলক আলোচনা করেন। এবং তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন যুবদলের এ নেতা।