সারাদেশ

সদরের ইউএনও কুমিল্লায় বদলি, নতুন ইউএনও তাছলিমা শিরিন

নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। ২৮ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ৩০ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে নারায়ণগঞ্জ সদর উপজেলার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাছলিমা শিরিনকে। তিনি বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের প্রশাসনে ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইউএনও হিসেবে গত বছরের ১১ সেপ্টেম্বর যোগদান করেন জাফর সাদিক চৌধুরী। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৪তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।

Leave a Reply

Back to top button