সারাদেশ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কিনলেন ঝরা

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা (নারায়নগঞ্জ) আসনের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন কেনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই নেত্রী জানালেন তার রাজনীতির ক্যারিয়ারের কথা। একই সঙ্গে বললেন, দল থেকে যদি তাকে নির্বাচন করা হয় তাহলে নিজ এলাকার নারীদের উন্নয়ন ও শিশুদের শিক্ষার ক্ষেত্রে কাজ করে যাবেন।  

ঝরা বলেন, মনোনয়ন কিনে আমার ভালো লাগছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ন করবেন। কারণ; দু;সময়ের রাজনীতিতে বহুবার জেল খেটেছি ও পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি। আশা করি এবার আমি নিরাশ হবো না। আমাকে মূল্যায়ন করা হবে। 

নাসরিন সুলতানা ঝরা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের মেয়ে। এর আগে তিনি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বও পালন করেছেন। 

১৯৯৩-৯৬ সালে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল শাঁখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতির হাতেখড়ি নাসরিন সুলতানা ঝরার। 

Back to top button