শুধু ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে না, সারা নারায়ণগঞ্জে ছড়িয়ে দিতে চাই: রিফাত

গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক কায়সার রিফাত বলেছেন, আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য ও লক্ষ্য সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। আমরা চাই সোনারগাঁয়ে যারা সন্তান রয়েছে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে। ফাউন্ডেশনে আমাদের যে সেবামূলক কাজ রয়েছে তা সোনারগাঁয়েও চালিয়ে যেতে চাই। এজন্য আজকে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুধু ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে না আমরা সারা নারায়ণগঞ্জে সেবামূলক কাজ ছড়িয়ে দিতে চাই।
রোববার ২৬ অক্টোবর রয়েল রিসোর্টের সামনে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন সোনারগাঁ শাখার কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল, সোনারগাঁও জি,আর ইনস্টিটিউট এর অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মুহাম্মদ সাদরিলসহ প্রমুখ।

