শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের বিদেশি পিস্তল উদ্ধার

রূপগঞ্জে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। ওই বিদেশী পিস্তলটি র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজের।
উপজেলার মাছিমপুর এলাকা থেকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পিস্তলটি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১, নারায়ণগঞ্জের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ও জেলা পুলিশ সিলেটের একটি যৌথ আভিযানিক দল সিলেটের গোয়াইনঘাট থানার জাফলং এলাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ (২৫) কে গ্রেপ্তার করে। গ্রেফতার রিয়াজ রূপগঞ্জ উপজেলার মাছিমপুর (দেওয়ানবাড়ী) গ্রামের আব্দুল লতিফের ছেলে।
র্যাব জানায়, জাফলং এলাকায় বেড়াতে গিয়ে অবস্থান করলে তথ্য প্রযুক্তির সহায়তায় শুটার রিয়াজের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তারের সময় তিনি প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। গ্রেপ্তারের পর শুটার রিয়াজের ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে র্যাব-১১। এরই ধারাবাহিকতায় ভোরে রূপগঞ্জের মাছিমপুর এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।