সারাদেশ

শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

বন্দরের শীতলক্ষ্যা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে তাওহিদ ইসলাম বিজয় (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত তাওহিদ ধানমন্ডির ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি ফতুল্লা থানার মাসদাইর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাইদুর জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে শীতলক্ষ্যা সেতুর উপর মোটরসাইকেল চালিয়ে ঘুরতে গিয়েছিলেন তাওহিদ। এ সময় সেতুর উপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেকে নেওয়া হলে তার মৃত্যু হয়।

Leave a Reply

Back to top button