সারাদেশ
শীতলক্ষ্যায় মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার কুড়িপাড়া স্কুল মাঠসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নদীর তীরে মরদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।