শহীদ শাওনের স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবী জেলা যুবদলের

শহরের ২ নম্বর রেলগেটে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করার সময় পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধানের নামে স্মৃতিস্তম্ভ স্থাপন করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
বুধবার (২৭ আগস্ট) দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান ও সদস্য সচিব মশিউর রহমান রনিসহ অন্যান্য যুবদল নেতাকর্মীরা। এসময় তারা শাওনের রাজপথে লুটিয়ে পড়া ঘটনাস্থলসহ আরও কয়েকটি স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মশিউর রহমান রনি বলেন, আমরা এখানে শহীদ শাওনের নামে একটি ভিত্তিপ্রস্তুর স্থাপন করবো। আমরা সেই কাজ করার জন্য এসেছি। আমরা বিভিন্ন এলাকাকে বিভিন্ন নামে চিনি। তেমনি এই ২ নম্বর রেলগেট এলাকাকে যেন সবাই শহীদ শাওন চত্বর নামে চিনে, আমরা সেটাই চাই। আমরা সেই কাজেরই ভিত্তিপ্রস্তুর স্থাপন করতে চাই। আমি আপনাদের সকলের কাছে শহীদ শাওনসহ তার পরিবারের জন্য দোয়া চাই।
এসময় তাদের সাথে নিহত শাওনের ভাই মিলন প্রধানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।