সারাদেশ

শহীদ শাওনের রুহের মাগফেরাত কামনায় রনির দোয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার সময় গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বক্তাবলীতে শাওনের কবর জিয়ারত শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মরুহুম আরাফাত রহমান কোকো ও শহীদ শাওনের জন্য বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশ সদস্য কনক সারোয়ারের চাইনিজ রাইফেলের গুলিতে শাওন নিহত হন।

Leave a Reply

Back to top button