সারাদেশ

শহীদদের রক্তের ঋণ বিএনপি শোধ করবে: সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আজকে ৫ আগষ্ট ফ্যাসিবাদ শক্তির পরাজিতের দিন। জুলাই থেকে ৫ আগষ্ট পযর্ন্ত যেসব শহীদরা জীবন দিয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করছি। এবং সাড়ে ১৫ বছর বিএনপি ও অঙ্গসংগঠনের যারা গুম খুন হয়েছে তাদেরও রুহের মাগফেরাত কামনা করছি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দিতে গিয়ে একথা বলেন তিনি। 

সজল আরও বলেন, আগামী দিনে তারেক রহমান যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে; তাহলে শহীদ পরিবারদের যথাযথ মূল্যায়ন করা হবে। যাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতা তাদের ঋণ বিএনপি শোধ করবে। জাতীয়তাবাদী যুবদলও শহীদ পরিবারের পাশে থাকবে ইনশাল্লাহ। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সাইফুল আলম সজিব, আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, সাইফুল ইসলাম আপনসহ প্রমুখ।

Leave a Reply

Back to top button