সারাদেশ

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জে শয়তানের নিঃশ্বাস নামের মাদক ও পটাশিয়াম সায়ানাইডসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ১০ গ্রাম স্কোপোলামিন, ১ দশমিক ২ লিটার পটাশিয়াম সায়ানাইড, ২ দশমিক ৫ লিটার ক্লোরোফরম, ৬টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি রেজিস্টার খাতা জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান৷

এর আগে শনিবার একজনকে চাঁদপুর থেকে এবং আরেকজনকে ঢাকার টিকাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চাঁদপুরের মতলব থানার নারায়ণপুর গ্রামের শাহ আলম প্রধানের ছেলে শাকিল আহমদ (৩০) এবং বরিশালের বাবুগঞ্জ থানার ঈদিল কাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে রাকিব (৩২)।

পুলিশ সুপার জানান, রূপগঞ্জে আলোচিত নর্দার্ন ইউনিভার্সিটির এক অধ্যাপক হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ শয়তানের নিঃশ্বাস চক্রের সন্ধান পায়। পটাশিয়াম সায়ানাইডসহ গ্রেপ্তারের ঘটনাটি দেশের প্রথম ঘটনা বলে জানান পুলিশ সুপার।

Back to top button