সারাদেশ
শব্দদূষণ বিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শব্দদূষণকারী ৫ পরিবহন থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও সায়মা রাইয়ান । অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল মাহামুদ।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 
 

