সারাদেশ

শপথ গ্রহণ করে চেয়ারে বসলেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির নতুন কমিটির নেতৃবৃন্দ 

শপথ গ্রহণ করে চেয়ারে বসলেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির নতুন কমিটির নেতৃবৃন্দ 

স্টাফ রিপোর্টার (Somoysokal) বাংলাদেশ হোসিয়ারি সমিতির নতুন কমিটির বিজয়ী সকল নেতৃবৃন্দ শপথ গ্রহণ করে স্ব স্ব চেয়ারে বসেছেন

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ ১ নং গেইট সংলগ্ন হোসিয়ারি সমিতির অফিসে নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান নিবাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি। এসময় শপথ বাক্য পাঠ করে সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন সহ ১৫ জন নির্বাচিতরা তাদের চেয়ারে বসেন।

 

এ সময় শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মো. জাকারিয়া ওয়াহিদ ও কৃষ্ণ কুমার সাহা, আপীল বোর্ডের চেয়ারম্যান জি এম হায়দার আলী, সদস্য মো. দেলোয়ার হোসেন ও মো. শওকত আলী।

শপথ বাক্যের মাধ্যমে সভাপতি বদিউজ্জামান বদু ও দুই সহ-সভাপতিসহ ১৫জন পরিচালক হোসিয়ারি সমিতির (২০২৫-২০২৭) সাল পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেন।

শপথ গ্রহণে জেনারেল গ্রুপে পরিচালকরা হলেন আব্দুল হাই , মিজানুর রহমান, পাড়ভেজ মল্লিক, হাজী মো.শাহিন হোসেন, আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, দুলাল মল্লিক, ফতেহ মোহাম্মদ রেজা রিপন , মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার এছাড়া এসোসিয়েট গ্রুপে সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন ও নাছির আহম্মেদ।

Leave a Reply

Back to top button