সারাদেশ

রূপগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রূপগঞ্জে মিরাজ হোসেন (৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুন্না শেখ (২৫) ও সুমন আহমেদ (২১) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পরিবারের দাবি মিরাজকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত মিরাজ হোসেন উপজেলা কাটাখালী এলাকার আব্দুল মতিনের ছেলে। মিরাজ কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সদর থানার মধ্য নারায়ণপুর এলাকার মুন্না শেখ ও কুড়িগ্রাম জেলার সদর থানার ঘোগাদাও এলাকার সুমন আহমেদ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,  মিজানের বাবা আব্দুল মতিন ১ তলা ভবন নির্মাণ করছেন। সেই ভবনে শ্রমিকরা টাইলসের কাজ করছিল। সেখানেই মিরাজ ঘুরাঘুরি করতে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও মিরাজ বাড়িতে না ফিরে আসায় তার বাবা-মা নানা স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। বিকেলে ১ তলা ভবনের ২’শ গজ সামনে মিরাজকে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Back to top button