সারাদেশ

রূপগঞ্জে মহানবীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

রূপগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে  এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইছাপুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম প্রীতম দাস (২১)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, উপজেলার ইছাপুরা এলাকায় প্রীতম দাস নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.) নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট ও কমেন্ট করেছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ তার বাড়ির সামনে ভিড় জমায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলে স্বীকার করে। প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় একটি মামলা করে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠায়।

twitter sharing button
linkedin sharing button
messenger sharing button
whatsapp sharing button
Back to top button