রূপগঞ্জে প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে তানিয়া আক্তার (২৮) নামে এক প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) ভোরে তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তানিয়া বরগুনা জেলার আমতলী থানার মল্লিকবাড়ি এলাকার আলী হোসেনের মেয়ে। তিনি যাত্রামুড়া এলাকার লতিফ ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে তানিয়া প্রবাস থেকে দেশে ফেরেন। দেশে এসে আবারও পোশাক কারখানায় চাকরির চেষ্টা করছিলেন, যেখানে প্রবাসে যাওয়ার আগেও তিনি কাজ করতেন। শনিবার ভোরে প্রতিবেশীরা জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।