সারাদেশ

রূপগঞ্জে দেশীয় পিস্তল উদ্ধার

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নে লাবলু খানের ভাড়া বাসা থেকে দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাঘমোড়ছা এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রটি উদ্ধার করা হয়।

গতকাল রাতে ৫নং ক্যানেলে ঘটে যাওয়া মারামারিতে লাবলু খানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। দুপুরে তার স্ত্রী পারভীনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাসায় ঢুকে অস্ত্রটি উদ্ধার করে। পারভীন জানান, অস্ত্রটি তার স্বামী গতকাল রাতে বাসায় রেখে পালিয়ে যায়। একই সময়ে পারভীন লাবলুর অন্যায়ের প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, লাবলু খানের বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Back to top button