সারাদেশ

রূপগঞ্জে দুই যুবককে কুপিয়ে বাইক ও ফোন ছিনতাই

রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ওপর হামলা এবং মোবাইল ফোন ও বাইক ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের আক্রমণে আহত হয়েছেন মো. জিসান ও ফয়সাল হোসেন। তাদের বাসা কুমিল্লায়। ‘মটোভ্লগার’ জিসানের বাইক ও ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। সেই ঘটনার দৃশ্য ধরা পড়েছে তার হেলমেটে বসানো ক্যামেরায়।

বৃহস্পতিবার সেই ঘটনার ভিডিও নিজের ফেইসবুক পেইজে পোস্ট করেন জিসান। সেখানে তিনি লেখেন, ছিনতাইকারীরা গুলি ছোড়ে। ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ে কোপায়। এতে তার হাতের আঙ্গুল কেটে পড়ে যায়। ফয়সালের মাথায় কোপ দেয়। ছিনতাইকারীরা তার বাইক ও ফোন নিয়ে যায় বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া এক ট্রাকচালকের সহকারী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে রূপগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়,   এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে। আসামিদের গ্রেফতার ও ছিনতাই হওয়া মালপত্র উদ্ধারে অভিযান চলছে।

Leave a Reply

Back to top button