রুপগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

রূপগঞ্জে ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তিতে আনন্দ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেয়।
মিছিলটি উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী মাদরাসা থেকে বের হয়ে মায়ারবাড়ি এলাকায় গিয়ে শেষ করে। পরে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল মামুন, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহসহ আরও অনেকে।