সারাদেশ
রুপগঞ্জে ডিবির জালে ইয়াবাসহ ৩

রুপগঞ্জে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন- দ্বীন ইসলাম (৫২) মো. নজরুল ইসলাম (৩৫) ও মো. ওসমান (৪০)।
বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানার ভায়েলা বাজারের বাবুল সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, রূপগঞ্জের নাওরা গ্রামের মো. দ্বীন ইসলাম (৫২) এর সহযোগিতায় দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে আড়াইহাজার থানার জালাকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
 
 

