সারাদেশ

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে দায়ের করা হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালত এ আদেশ দেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এ তথ্য জানিয়েছেন। 

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ভার্চুয়াল শুনানিতে আদালত আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১০ আগস্ট সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে। রিমান্ড শেষে বুধবার তাকে পুনরায় আদালতে হাজির করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

Leave a Reply

Back to top button