রনির পক্ষ থেকে হরিহরপাড়া বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির পক্ষ থেকে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা দিয়েছে এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদল।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ সংবর্ধনা ও শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
প্রধান অতিথির বক্তব্যে রনি বলেন, আমি অন্য কোনো স্কুলে যেতে পারতাম, কিন্তু যখন দেখলাম এই স্কুলের ছেলেমেয়েরা লেখাপড়ায় মনোযোগী, তাই আমি এই স্কুলটি বেছে নিয়েছি। আমি চাই আগামী বছর এই স্কুল থেকে সবাই জিপিএ ৫ পাবে এবং আমি সবাইকে সংবর্ধনা দিতে পারব।
শিক্ষার্থীদের উদ্দেশে্য তিনি বলেন, যারা জিপিএ ৫ পেয়েছে, তাদের সঙ্গে মিশবেন, তাদের জিজ্ঞেস করবেন কীভাবে তারা এই সাফল্য অর্জন করেছে। আগামীতে আপনারাও সেভাবে লেখাপড়া করে জিপিএ ৫ অর্জন করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফ হোসেন মানিক, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম জসিমসহ প্রমুখ।