কেন্দ্রীয় নেতৃবৃন্দকে খোকা, ‘ফতুল্লাকে নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় দেয়া হবে না’

১৮ কোটি মানুষের ভোট জনগণের দ্বারপ্রান্তে নিয়ে আসেন। যারা ষড়যন্ত্র করবে তাদের বাংলার মাটিতে কবর দেওয়া হবে। মন্তব্য করেছেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা।
বুধবার ২৩ জুলাই ফতুল্লার ভূইগড় কড়ইতলা সোনালী সংসদ মাঠে ৩১ দফা বাস্তবায়নে ও ফতুল্লা থানার সদস্য নবায়ন ও সদস্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা।
নির্বাচন আসলে নারায়ণগঞ্জ-৪ আসন ষড়যন্ত্রের শিকার হয় উল্লেখ করে খোকা বলেন, দুষ্টুরা পিছন থেকে এ আসন নিয়ে কলকাঠি নাড়ে। আমাদের নেতা শাহ আলমকে নমিনেশন দেয় না। তাকে ষড়যন্ত্র করে দূরে ঠেলে দেয়। তিনি কেমন লোক আপনারা জানেন। তিনি যাদেরকে উঠিয়ে দিয়ে গেছেন তারাও আজকে ষড়যন্ত্র করছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুঁশিয়ারি দিয়ে সাবেক বিএনপির এ নেতা বলেন, ফতুল্লাকে নিয়ে যদি এবার আপনারা ষড়যন্ত্র করেন আপনাদেও ছাড় দেওয়া হবে না। এ খেলা আপনারা আর খেলবেন না। ধানের শীষ ছাড়া এখানে আর কিছু চলবে না। খবরদার ঢাকা থেকে কেউ কলকাঠি নাড়বেন না। শাহ আলমের কাছ থেকে এ আসন বঞ্চিত করবেন না। শাহ আলমের জন্য আমরা নমিনেশন আনবো। দরকার হলে আমরা তারেক রহমান, বিএনপির মহাসচিব ও খালেদা জিয়াকে ঘেরাও করবো।