যুব সমাজের উন্নয়ন ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম: রনি

সিদ্ধিরগঞ্জ জালকুড়ি ১০ পাইপ এলাকায় নতুন ইনডোর ক্রীড়া মঞ্চ “সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন”র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সেভেন স্টার এরিনা স্পোর্টস জোনের পরিচালক নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, “যুব সমাজের উন্নয়ন ও সৃজনশীলতার বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। নারায়ণগঞ্জের যুবকরা যেন মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকে, সে লক্ষ্যে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যুবদের জন্য সুস্থ বিনোদন, খেলাধুলা ও শিক্ষামূলক কার্যক্রম গড়ে তোলা সময়ের দাবি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদা যুব সমাজের কল্যাণ ও মাদকবিরোধী আন্দোলনের পাশে আছেন। তাঁর দিকনির্দেশনা অনুসরণ করে আমরা এলাকার তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে চাই।”
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেনাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সাংগঠনিক সম্পাদক ড. আতাউর রহমান। তিনি বলেন, “ক্রীড়া শুধু শরীরকে নয়, মননকেও শক্তিশালী করে। এটি মানুষকে দলগত চেতনা, বন্ধুত্ব ও নৈতিকতার শিক্ষা দেয়। আশা করি, এই ইনডোর মাঠটি নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে।”
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে অংশ নেয় সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন বনাম ড্রিম গ্রাউন্ড। খেলাটি ছিল প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ; খেলোয়াড় ও দর্শক উভয়ের মধ্যেই ছিল উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণ সমাজের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে আনন্দ ও উচ্ছ্বাসে।