সারাদেশ

যুবদল নেতা রনির ফেসবুক হ্যাক, থানায় জিডি

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (১৮ অক্টোবর) নিজেই এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জিডিতে রনি উল্লেখ করেন, গত ১৭ অক্টোবর আমার ব্যবহৃত “Moshiour Rony” নামের ফেসবুক আইডিটি অজ্ঞাতনামা ব্যক্তিরা হ্যাক করে আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে। বহু প্রচেষ্টার পরেও আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছি। 

তিনি আরও উল্লেখ করেন, আমি ধারণা করছি যে, উক্ত অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক করে আমার মান-সম্মান ক্ষুণ্ণসহ বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। আমি আরও ধারণা করছি, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন/পরিবর্ধন করার জন্য একটি কুচক্র মহল এই ধরনের ঘটনা করতে পারে।

Leave a Reply

Back to top button