মেয়র আইভীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নগর ভবনে এই সাক্ষাৎ করেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র নগর উন্নয়ন বিশেষজ্ঞ থিয়েরি মাইকেল রেনে মার্টিন, ঈশিতা আলম অবনী, আহমেদ বিন পারভেজ।
সাক্ষাতকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জ নগরীকে একটি আধুনিক পরিবেশবান্ধব সবুজ নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।
প্রতিনিধিদল জালকুড়িস্থ কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত স্থানসহ বাবুরাইল খাল ও জল্লারপাড় লেক পরিদর্শন করেন।
পরিদর্শনের পাশাপাশি প্রতিনিধিবৃন্দ নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সভায় অংশগ্রহণ করেন। সেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।