সারাদেশ

মাসুদের যোগদানে নারায়ণগঞ্জ বিএনপি আরও শক্তিশালী হবে: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপি পরিবারের একজন সদস্য আন্দোলন সংগ্রামে যার ভূমিকা ছিলো সে আজকে যোগদান করেছে। তার এ যোগদানে বিএনপি নারায়ণগঞ্জে আরও শক্তিশালী হবে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) পল্টনে বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

মাসুদুজ্জামান মাসুদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, যারা অক্লান্ত পরিশ্রম করে ও ত্যাগের বিনিময়ে এ সংগঠনকে আজকের এ অবস্থানে নিয়ে এসেছে তাদেরকে যথাযথ মুল্যায়ন ও ঐক্যবদ্ধ করে বিএনপিকে এগিয়ে নিতে সচেষ্ট হবেন। 

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Back to top button