মাসুদকে স্বাগত জানাল সাখাওয়াত টিপু

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বিএনপিতে যোগদানে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (২২ সেপ্টেম্বর) পল্টনে বিএনপির কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের কাছ থেকে বিএনপির সদস্য সংগ্রহ করে। মহানগর বিএনপির ব্যানারে তিনি বিএনপিতে যোগদান কনেন। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান।
এসময় সাখাওয়াত তার বক্তব্যে বলেন, ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দলটিকে এগিয়ে নিয়ে যাবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, তারেক রহমান যে সিদ্বান্ত দিবেন সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আজকে যিনি (মাসুদুজ্জামান মাসুদ) এসেছেন আমরা তাকে স্বাগত জানায়। আশা করি তিনি দলের চেইন্ড অব কমান্ড মেনে আমাদের সহযেগিতা করবে।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।