মান্নানকে এক হাত নিলেন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর

সোনারগাঁ থানার বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে উদ্দেশ্য করে সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর বলেছেন, গিয়াসউদ্দিন সাহেবকে নিয়ে সোনারগাঁয়ে মিছিল সমাবেশ করেছি নতুন কিছু নয়। আপনার এতো গাঁ জ্বালা হয় কেনো? একজন বয়োজ্যেষ্ঠ নেতা রেজাউল সাহেবকে নিয়ে কথা বলেন কেনো? আমার বিরুদ্ধেও আপনি কথা বলেন। আমিও ২০১৮ সালে এমপি নমিনেশন পেয়েছিলাম। মানুষকে সম্মান দিতে শিখেন। আর না হলে মানুষের আস্থা উঠে যাবে।
রোববার (২০ জুলাই) বিকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আবু জাফর আরও বলেন, আপনি সোনারগাঁয়ের অনেক ছেলেকে নষ্ট করেছেন। আপনি ও আপনার সাধারণ সম্পাদকসহ কিছু কিছু লোকেরা সোনারগাঁকে কলুষিত করেছেন। ৫ আগষ্টে আমরা রাজপথে ছিলাম, আপনাকে রাজপথে দেখা যায় নাই। ৫ আগষ্টের পর আপনি বিএনপিকে অপমান ও কুলষিত করেছেন। ৭ আগষ্টে আপনি মিটিং করে শপথ করেছেন সাধারণ মানুষের সম্পদে ও হিন্দুদের সম্পদে হাত দিবেন না। তার পরের দিনই আপনি মমতাজ মেম্বারের বাড়ি দখল করেছেন। হতে পরে সে আওয়ামী লীগ করে সে তো আমাদের ক্ষতি ছিলো না। আমি মান্নানকে ফোন করলাম এবং বললাম তুমি এটা কি করলা? সে বললো ভাই-ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। এই হলো তাদের চরিত্র ও শিক্ষা। তারা লুটপাট করতে শিখেছে।
তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সাংসদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।