সারাদেশ

মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যায় আসামী ২১

সিদ্ধিরগঞ্জ উপজেলায় সাজ্জাদ হোসেন (২৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছিনতাইকারী অভিযোগে পিটিয়ে হত্যায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহতের মা মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। 

মামলায় যাদেরকে আসামী করা হয়েছে- ক্রাউন সিমেন্ট কনক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর মিক্সার গাড়ির চালক মশিউর রহমান (২৫), সহকারী রিয়াদ (১৯), সিনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল ইসলাম হীরা (৩১), চালক নাছির মোল্ল্যা (৪৪), ল্যাব টেকনিশিয়ান বাবু রাজবংশী (২৮), মিক্সার গাড়ির মিস্ত্রি সাব্বির মোল্ল্যা (২৯), সিকিউরিটি গার্ড রেজাউল করিম (৪৬), এনামুল হক (২৪), হামিদুল ইসলাম (৫২), নূরুল ইসলাম (৫৩), এডমিন অফিসার আল মুরাদ (৩৭) সহ অজ্ঞাতনামা ৮-১০ জন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গত শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে ঢিল মারেন সাজ্জাদ। এতে গাড়ির গ্লাস ভেঙে গেলে ড্রাইভার, হেলপার, রাতের শিফটের কারখানায় কর্মরতরা তাঁকে আটকে বেধড়ক মারধর করে। এতে তিনি মারা যান। পুলিশ এ ঘটনায় ১১ জনকে আটক করেন।

 

 

Leave a Reply

Back to top button