সারাদেশ
মানসিক ভারসাম্যহীনকে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন নামে এক ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের এস.ও ঈদগা মাঠ সংলগ্ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।। সে ওই এলাকার কামাল হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন। প্রতিদিন দিবারাত্রি এলাকায় হাঁটাচলা করতো। রাতে ‘ক্রাউন সিমেন্ট’ রেডিমিক্স ফ্যাক্টোরির সামনে কোম্পানির একটি গাড়িতে ঢিল ছুঁড়লে গ্লাস ভেঙে যায়। পরে ফ্যাক্টরির লোকজন তাকে আটক করে মারধর করে। অতিরিক্ত মারধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্তে পুলিশ মাঠে কাজ করছে। তদন্ত শেষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।