সারাদেশ

মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: ডিসি জাহিদুল

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের শারীরিকভাবে ফিট ও শরীরে শক্তি থাকতে হবে, তাহলে আমরা দলের স্কেল বাড়াতে পারব। যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ গুলা দেখি, তাদের যে ফার্স্ট মুভমেন্ট, ক্যাপাসেটি ও স্ট্যামিনা দেখি সেটি আমাদেরও তৈরি করতে হবে। আমরা যদি সেই স্ট্যামিনা তৈরি করতে পারি তাহলে বিশ্ব অঙ্গণে ফুটবল খেলাকে নিয়ে যেতে পারব।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানে আরও বেশি দক্ষও যোগ্য হয়ে ওঠতে হবে। মানুষের অসাধ্য কিছু নেই৷ আমরা যদি আমাদের মনবলকে শক্তিশালী রাখি, আমাদের মনোবলকে যদি দৃঢ় রাখি এবং আমাদের যদি সেই খেলা-ধুলার উদেশ্য ও চেষ্টা থাকে তাহলে আমরা একদিন সফল হব।

জেলা প্রশাসক বলেন, মাদকের ভয়াল থাবা সমাজকে গ্রাস করছে। প্রত্যেকে যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার না হই, তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। যে ছেলে মাদকাসক্ত হচ্ছে, সে কোনো পরিবার, প্রতিষ্ঠান বা সমাজে বড় হচ্ছে—আমরা কি সেই জায়গায় দায়িত্ব পালন করছি? প্রত্যেকেরই নাগরিক দায়িত্ব রয়েছে; তা নিজ নিজ অবস্থান থেকে পালন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বাহাউদ্দিন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, প্রধান কার্যালয়ের উপপরিচালক দীবজয় খীসা প্রমুখ।

ফাইনাল ম্যাচে সদর উপজেলা ফুটবল দল ২–১ গোলে রূপগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে শপথ পাঠের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

Leave a Reply

Back to top button