মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় টিটুর শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু
সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে এক শোক বার্তায় টিটু বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদের এই বিশাল শোক সহ্য করার ক্ষমতা দান করেন।
উল্লেখ্য, এদিন দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় অর্ধশত মানুষকে জাতীয় বার্ন ইউনিৃটে ভর্তি করা হয়েছে।