মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মামুন মাহমুদ, ‘৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে র্যালী বের করেন জেলা মহিলা দলের নেতাকর্মীরা। পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসেকুল ইসলাম রাজিব, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বিএনপি দল সংগঠন হওয়ার ৭ দিন পরে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। মহিলা দলে যারা কাজ করতেছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। দেশের জনগনের অর্ধেক হলো নারী ভোটার তাই উন্নয়নমূলক কাজে তাদের অবদানটা বেশি বিবেচনা করে এদের ঘরে বসে না থেকে রাজনৈতিক মহিলা সংগঠনে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। সেই থেকে জাতীয়তাবাদী মহিলা দল অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসছেন এবং তাদের সুনাম অক্ষুন্ন রয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নকে সামনে রেখে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। যে সমস্ত নেতাকর্মী মাঠে কাজ করতেছেন অক্লান্ত পরিশ্রম করতেছেন তাদেরকে স্বাগত জানান এবং বাকি যারা আছেন তাদের মাঠে কাজ করার আহ্বান জানান।