সারাদেশ

মহাসড়ক অবরোধ করে সরে গেলেন সোনারগাঁয়ের শিক্ষার্থীরা

কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েক হাজার স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বুঝিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

‘মেধা না কোটা, মেধা, মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, আমার ভাইয়ের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ শিক্ষার্থীদের এমন শ্লোগানে মুখরিত হয়ে উঠে মহাসড়ক এলাকা। এসময় প্রায় ৩০ মিনিট মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে যান চলাচল বন্ধ থাকে।

এসময় সোনারগাঁ থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা মহাসড়কে শুয়ে পরে। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।

সোনারগাঁ থানার পরিদশর্ক (তদন্ত) মহসিন মিয়া বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

Back to top button