সারাদেশ
মতিন চৌধুরী মৃত্যুবার্ষিকীতে মামুন মাহমুদের দোয়া

বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) বাদ মাগরিব এ দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রয়াত এ মন্ত্রীর রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সিদ্বিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।