সারাদেশ

ভিক্টোরিয়া হাসপাতালে সেল কাউন্টার ও পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর

গ্রীণ অ্যান্ড ক্লীন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নগরীর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আগত রোগীদের জন্য ১টি সেল কাউন্টার ও ২টি পোর্টেবল ইসিজি মেশিন সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এই মেশিন সরবরাহ করা হয়। যার মাধ্যমে রক্তের বিভিন্ন পরীক্ষাসহ ডেঙ্গু আক্রান্তদের প্লাটিলেট পরিমাণ এবং হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যে কয়টি হাসপাতাল রয়েছে তার মধ্যে ভিক্টোরিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ হাসপাতাল। এই হাসপাতালে প্রতিমাসে লক্ষাধিক রোগী চিকিৎসেবা নিয়ে থাকেন। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে তাদের ব্লাড পরীক্ষার জন্য মেশিন এবং পোর্টেবল ইসিজি মেশিনের কথা বলেছিলেন। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ভালো কোম্পানীর উন্নত মানের মেশিন সরবরাহ করেছি।

জেলা পরিষদের প্রশাসক বলেন, এই মেশিনের মাধ্যমে ব্লাডের পরীক্ষাসহ ডেঙ্গুর প্লাটিলেট কাউন্ট করার সম্ভব হবে। একই সাথে আমরা ২টি পোর্টেবল ইসিজি মেশিন দিয়েছি। আগামী রবিবার (১৯ অক্টোবর) থেকে মেশিনগুলো পুরোদমে কার্যক্রম শুরু করবে। আমরা সরকারি হাসপাতালে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছি। ডাক্তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন সাধারণ মানুষদের পরিপূর্ণ সেবা দিয়ে থাকেন।

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply

Back to top button