সারাদেশ

ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে হিন্দু সম্প্রদায়ের মহাঅষ্টমী পুণ্যস্নান সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে প্রস্তুতি সভা 

ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে হিন্দু সম্প্রদায়ের মহাঅষ্টমী পুণ্যস্নান সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে প্রস্তুতি সভা 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে হিন্দু সম্প্রদায়ের মহাঅষ্টমী পুণ্যস্নান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ মার্চ)  দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাঙ্গলবন্দে স্নান করার সময় যেনো মহিলাদের কোন ধরনের ভিডিও ধারণ করা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিশেষ নির্দেশনা রয়েছে। নাঙ্গলবন্দে স্নান করার সময় আগত হিন্দু সম্প্রদায়ের মানুষদের যাতায়াতের জন্য যেনো কোনো বাড়তি গাড়ি ভাড়া রাখা না হয় তার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় বিশেষ নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং স্নান করতে আসা কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য সিভিল সার্জন’কে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে উক্ত স্নান সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের আহ্বান।

 

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ জেলা সেনা প্রধান আয়াজ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মো. মশিউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব মো. ‍নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অফিসার ওসমান, নৌপুলিশ অফিসার ছালেহ্, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের হিন্দু নেতা পরিতোষ কুমার শাহা, জয় কে রায় চৌধুরী বাপ্পি, শংকর কুমার শাহা, মনি গোপাল, সরোজ শাহা ও মহাঅষ্টমী পুণ্যস্নানের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন দপ্তরে কর্মকর্তারাসহ বিভিন্ন স্তরের হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Back to top button