সারাদেশ

বৈরী আবহাওয়া থামাতে পারেনি সোনারগাঁয়ে বিএনপির বিজয় র‌্যালী

সকাল থেকেই আবহাওয়া গুমোট হয়ে আছে। দুপুরে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ার মধ্যেই আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বর ঘুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, নোবেল মীরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button