সারাদেশ
বুধবার ফতুল্লায় যেসব এলাকায় গ্যাস থাকবে না

জরুরি মেরামত কাজের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি ট্রায়াল শাটডাউন কার্যক্রমের অংশ হিসেবে ১২ ইঞ্চি × ১৪০ পিএসআইজি ভালভ, মুক্তারপুর ডিআরএস-এর ইনলেট ভালভ এবং ১২ ও ৮ ইঞ্চি ইন্টারলিংক ভালভ বন্ধ রাখা হবে। ফলে নির্ধারিত সময়ের জন্য গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।
গ্যাস সরবরাহ বন্ধে সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।