সারাদেশ

বিসিবি সভাপতি বললেন, ‘ফতুল্লা মাঠের অবস্থা দেখে কান্না পাচ্ছিলো’

‘নারায়ণগঞ্জ আইডোলজিক্যাল জায়গা ছিলো’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, এখানে আমি এক সময় ফুটবল খেলতাম। অনেকের সাথে এখানে আমার সম্পর্ক রয়েছে। এখানে ক্রিকেটের ইতিহাস অনেক বড়। এখানে বিভিন্ন লীগ অনুষ্ঠিত হতো।নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাবে তখন খেলা হতো। নারায়ণগঞ্জের অসংখ্য খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলতো। এখনো নারায়ণগঞ্জে ক্রিকেটের প্রতি যে আগ্রহ দেখলাম, তাতে আমি ভীষণ আনন্দিত। আমি বলবো, নারায়নগঞ্জ ছিলো অন্যতম একটি পারফর্মিং শহর।

ফতুল্লা স্টেডিয়ামের স্মৃতিচারণ করে বুলবুল বলেন, এখানে আসার আগে ফতুল্লা মাঠে গিয়েছিলাম। মাঠে গিয়ে আমার খুব কান্না পাচ্ছিলো। এখানে এই মাঠে শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিলো, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও এশিয়া কাপের খেলা হয়েছিলো। এই মাঠের অবস্থা এখানে অত্যন্ত করুন। মাঠের যে ফ্যাসিলিটি দেখে মনে হলো আমাদের এখানে অনেক কিছু করার আছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদরের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণকাজের পরিদর্শন করেন।

বিসিবির সভাপতি আরও বলেন, নারায়ণগঞ্জে খেলোয়াড়দের জন্য আরো সুযোগ সুবিধা দরকার। ক্রীড়া কমপ্লেক্সে এসে দেখলাম ৩টা উইকেট। এখানে ৩টা উইকেট কেনো থাকবে? আমাদের পরিকল্পনা এখানে অন্তত ২০টা উইকেট বানানোর। আমরা সেই চেষ্টা করবো।

তিনি বলেন, জেলা প্রশাসক এই মাঠের জন্য একটা বরাদ্ধ রেখেছেন। আমাদের সময় বছরের নির্দিষ্ট সময় ক্রিকেট খেলা হতো। এখন ১২ মাসই খেলা হয়। আমাদের খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি কোচিং সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবো। আশা করছি, আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এতো উন্নয়ন করবো, যেনো নারায়ণগঞ্জের খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে খেলার জন্য ঢাকায় যেতে না হয়। এখানেই তারা কোচ পাবেন। সবকিছুই আমাদের পাইপলাইনে আছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে এসব কাজের কথা বলছি। কারণ গত ১৯ বছর আইসিসিতে থাকাকালে আমি এই কাজগুলোই করে এসেছি।

বুলবুল আরও বলেন, ক্রিকেট জীবনের ছোট্ট একটি অংশ। আমার সামনে আজ ভবিষ্যতের ক্রিকেটাররা বসে আছেন। আমি জানি এখানে সম্ভাবনাময় অনেক খেলোয়াড় আছে, যারা আগামী দিনের তামিম, সাকিব হবে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার। তাহলে ক্রিকেট খেলোয়াড়রা সবসময় খেলার মধ্যে থাকতে পারবেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, মডেল গ্রপের মালিক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিদ্যুৎসহ প্রমুখ।

Leave a Reply

Back to top button