সারাদেশ
বিভুরঞ্জন সরকার ও আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে প্রেসক্লাবের শোক

খ্যাতিমান সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার এবং বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।
শনিবার (২৩ আগস্ট) এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসসহ সকল সদস্যরা মরুহুমাদের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় তারা উল্লেখ করেন, খ্যাতিমান এই সাংবাদিকগণ সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতা পেশায় বহু মানুষের জন্য তারা ছিলেন অনুসরণীয় ব্যক্তিত্ব। তাঁদের মৃত্যুতে দেশের গণমাধ্যমে এক অপূরণীয় ক্ষতি ঘটেছে।