সারাদেশ
বিএনপি নেতা রতনের মায়ের জানাজা অনুষ্ঠিত

কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান রতনের মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) কাশিপুর কবরস্থান ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির সকল স্তরের নেতাকর্মীসহ এলাকাবসী অংশগ্রহণ করে।
বিএনপি নেতা রতনের মায়ের জানাজায় অংশগ্রহণ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারি ভূইয়া, সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি সহ সর্বস্তরের শতশত লোক।