সারাদেশ
বিএনপি নেতা রতনের মায়ের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সাংসদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক শোকবার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, রতনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন (আমিন)।
এর আগে দুপুরে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন মঈনুল হোসেন রতনের মা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহের রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।