বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মামুন মাহমুদের শোক

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: কবির হোসেনের মা মোসা: জমিলা খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শুক্রবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড আটি হাউজিং এলাকার নিবাসী মরহুম হাজী ফজলুল হক (ফজল কনটাক্টর) সাহেবের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজ্বী মো: কবির হোসেনের মমতাময়ী মা মোসা: জমিলা খাতুন (৬০) মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে ২ ছেলে, নাতী-পুতি সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয়স্বজন রেখেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জানাযা নামাজ শেষে সিদ্ধিরগঞ্জ পাইনাদী মিজমিজি কবরস্থানে দাফন করা হয়।

