সারাদেশ
বিএনপি নেতার বাবার মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের বাবা তোফাজ্জল হোসেন ফকিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বুধবার (২২ অক্টোবর) রাতে এক শোকবার্তায় তিনি বলেন, আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক যেন উনাকে জান্নাতবাসী করে। সেই সাথে আমি মরুহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে কাশীপুর ইউনিয়নে নিজ বাড়ীতে বাধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেন তোফাজ্জল হোসেন ফকির। বুধবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

